বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশনবীগঞ্জে দুই বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে দুই বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের মোড়কে কোনো উৎপাদন বা মেয়াদের তারিখ ছিল না। তদুপরি, মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে ৫০ হাজার টাকা এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী মো. সুজন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম সাংবাদিকদের বলেন, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোক্তা অধিকার রক্ষায় নবীগঞ্জ উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর