হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে চার লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোপলা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানে ভারতীয় উৎসের ১২৫ বস্তা পেঁয়াজসহ একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মৃত সাধন কুমার চন্দ্রের ছেলে চান্দু কুমার চন্দ (৪৯) এবং কক্সবাজার জেলার বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, আটককৃত পণ্যের প্রকৃত মালিক সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কায়ছকাপন এলাকার মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে রফিকুল ইসলাম এবং চট্টগ্রামের কানাইমাদারীর মৃত আব্দুল আখেন মিয়ার ছেলে আব্দুল ওয়াদুদ। তারা অর্থের বিনিময়ে ট্রাকের মাধ্যমে এসব অবৈধ ভারতীয় পণ্য পরিবহন করছিলেন।
এ ঘটনায় গোপলা বাজার পুলিশ ফাঁড়ির এএসআই হাসিবুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় আটক দুইজনসহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
চোরাচালান ও অবৈধ পণ্যবাণিজ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ ভারতীয় পণ্য পরপর দেশে প্রবেশের ঘটনায় স্থানীয় জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন ও উদ্বেগ। সচেতন মহল মনে করছে, সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি ও সমন্বিত তৎপরতা জরুরি।



