ঘূর্ণিঝড় মোনথার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর অস্থির থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও আছে। মঙ্গলবার,(০৪ নভেম্বর ২০২৫) সকালে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলের কাছে লঘুচাপটি আছে। এটি বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। আবওহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।



