রাজধানীর শাহজাহানপুর থেকে এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার,(০৪ নভেম্বর ২০২৫) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ বলছে, ২১ বছর বয়সী ওই তরুণীর নাম সুরভী আকতার (২১)। শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘বকশীবাগের একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতো গার্মেন্টস কর্মী সুরভী। পারিবারিক অমতে বিয়ে করে তারা এই বাসায় ওঠে। স্বামীও গার্মেন্টস কর্মী।’ লাশ উদ্ধারের সময় তার স্বামীকে পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘সুরভীর বাবা মেয়েকে না পেয়ে বাসায় এসে মৃত অবস্থায় পায়। পরে পুলিশকে খবর দেয়।



