মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশমহাপিন্ডদানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব

মহাপিন্ডদানের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব

প্রতিনিধি, বান্দরবান

সম্পর্কিত সংবাদ

বান্দরবানে মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হল মাস ব্যাপী কঠিন চীবর দানোৎসব। বুধবার, (০৫ নভেম্বর ২০২৫) সকালে রাজ গুরু বৌদ্ধ বিহার থেকে প্রায় ২ শতাধিক ভিক্ষু পায়ে হেঁটে রাজারমাঠ,উজানী পাড়া ও মধ্যম পাড়াসহ শহরের প্রধান সড়কে পিন্ডদান অনুষ্ঠানে অংশ নেয়। এসময় শহরের বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারি ভিক্ষুদের পিন্ডদান করেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের আমল থেকে ভিক্ষুগণ সারিবদ্ধভাবে বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে পিন্ড আহরণ করতেন। দীর্ঘ দুই কিলোমিটার পথ পর্যন্ত পাহাড়ি বৌদ্ধ ধর্মালম্বীরা প্যান্ডেল টাঙ্গিয়ে রাস্তার দুপাশে দাড়িয়ে সারিবদ্ধভাবে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং, চাল, নগদ টাকা, চীবর, মোমবাতিসহ উৎসবের নানা সামগ্রী ধর্মীয় গুরুদের দান করেন।

এদিকে বুদ্ধ ধর্মাবলম্বীরা জানান,তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা পুনির্মার পর থেকে বৌদ্ধ বিহার গুলোতে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। পূণ্য লাভের আশায় বিহারে গিয়ে রাতারাতি তুলা থেকে সুতা তৈরী করে সেই সুতায় রং লাগিয়ে শুকানোর পর তাতে কাপড় বুনে সেই কাপড় বৌদ্ধ ভিক্ষুকে দান করে পূজারীরা। পুণ্য লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের পিন্ডদানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্ন খাবারও দান করেন। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের সামনে থাকা বৌদ্ধ মূর্তিকে পূজাও দেওয়া হয়। পিন্ডদান অনুষ্ঠানে অংশ নেন পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মার্মা, চনু মং মার্মাসহ পাহাড়ী সম্প্রদায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি

আরও খবর