কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার, (০৫ নভেম্বর ২০২৫) সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হন।
নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছেন। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহত দুইজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ বলছে, বাস ও মাইক্রোবাস দুটোই জব্দ করা হয়েছে। চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



