মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশদশমিনায় ঝুঁকিপূর্ণ পল্টুনে দুর্ঘটনার আশংকা

দশমিনায় ঝুঁকিপূর্ণ পল্টুনে দুর্ঘটনার আশংকা

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

সম্পর্কিত সংবাদ

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাটের পল্টুনটি অযত্ন ও অবহেলায় দিন দিন নষ্ট হতে চলছে। ভাসমান পল্টুনটির ডেকের লোহার প্লেটটি মরিচা ধরে উঠে গেছে। ফলে লোহার প্লেটটি উঠে যাওয়ায় এর মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়ে গেছে। এই লঞ্চঘাট দিয়ে প্রতি দিনই শতাধিক যাত্রী লঞ্চে উঠানামা করে থাকে। আউলিয়াপুর লঞ্চঘাট দিয়ে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শিশু,নারী ও নানা বয়সি যাত্রী যাতায়াত করে থাকে। বর্তমানে পল্টুনের ডেকের মাঝখানে প্রায় ৭ ফুট দীর্য গর্ত তৈরি হয়ে গেছে। এছাড়া উল্টে থাকা লোহার পাত এবং ফাটল ধরা অংশে ময়লা আবর্জনা ও পানি জমে থাকে। ফলে যে কোন সময় বড় ধরনের দূর্যটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ বা প্রচন্ড ঢেউয়ের তোরে গর্ত দিয়ে পানি ঢুকে তলিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দারা জানায়,দীর্যদিন যাবত এই পল্টুনটি জরাজীর্ন অবস্থায় রয়েছে। পল্টুনটির দেখভাল করার জন্য বিআইডব্লিউটিএ কিংবা ঘাট ইজারাদার কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্যটনার ঘটার আশংকা রয়েছে।

সম্প্রতি

আরও খবর