বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশনবীগঞ্জে ভাবির হামলায় মা-শিশু গুরুতর আহত

নবীগঞ্জে ভাবির হামলায় মা-শিশু গুরুতর আহত

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের রানীগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাবির হামলায় এক গৃহবধূ ও তার ১৫ মাস বয়সী শিশু কন্যা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মঈনুল হক (৪৫) জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি তার উপার্জিত অর্থ বড় ভাই তোফাজ্জল হক ও ভাবি মাসকুরা বেগমের কাছে পাঠাতেন। অভিযোগ রয়েছে, তারা ওই অর্থ আত্মসাৎ করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও সমাধান হয়নি।

এর জের ধরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মঈনুলের স্ত্রী তাহমিনা বেগম (২৭) নিজ জমিতে মাটি কাটার সময় ভাবি মাসকুরা বেগম ও তার সহযোগীরা সেখানে গিয়ে বাধা দেন ও অশালীন আচরণ করেন। একপর্যায়ে তারা তাহমিনার ওপর অতর্কিত হামলা চালালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার কোলে থাকা ১৫ মাস বয়সী শিশু কন্যা রাইসা বেগমও আহত হয়।

স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত তাহমিনা বেগম নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি

আরও খবর