বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশমেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ জানান, আজ বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, বরিশাল ভোলা থেকে ঢাকা অভিমুখী, যাত্রীবাহী লঞ্চ আসা-যাওয়া-৫ এর ককশিট থেকে উল্লিখিত পরিমান জাটকা মাছ জব্দ করা হয়েছে।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ জানান, জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর