বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশসিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারি জোসনা খাতুনকে (৩৮) গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত জোসনা ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই গ্রামে অভিযান চালিয়ে জোসনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার রান্না ঘরের চালের ড্রামের ভিতর থেকে প্যাকেটজাত ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার মূল্য ২ লাখ ২৮ হাজার ৬’শ টাকা।

এ ঘটনায় জড়িত তার স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি

আরও খবর