বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

নিজস্ব বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সবমিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়।

পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন। তার মধ্যে ৯ দিন হচ্ছে শুক্র ও শনিবার। ফলে আসল ছুটি যেগুলো কর্মদিবসে পড়েছে সেটা হচ্ছে ১৯ দিন, উপদেষ্টা পরিষদের সভায় এটা আজ অনুমোদন দেয়া হয়েছে।’

সম্প্রতি

আরও খবর