সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার ধানগড়া এলাকায় জমি দখল ও নকশা বহিভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা মো. আমিনুল হক।
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ সকালে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকার ফেরদৌস আরা কিন্ডার গার্টেন স্কুল হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, করিলাবাড়ী গ্রামের মো. আরমান আলী (৪৪) গত এক বছর আগে অজ্ঞাত সন্ত্রাসীদের সহযোগিতায় তার জমির পূর্ব সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখল করেন। পরে রায়গঞ্জ পৌরসভা থেকে ইমারতের নকশা অনুমোদন নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।
এ ঘটনায় আমিনুল হক সহকারী জজ আদালত, সিরাজগঞ্জে মামলা দায়ের করলেও প্রতিপক্ষ নির্মাণকাজ বন্ধ করেননি। তিনি পৌর প্রশাসক একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।
তার অভিযোগ, আরমান আলী নকশা বহির্ভূতভাবে ভিত্তি ও ভবনের ছাদ তার জমির ভেতরে প্রবেশ করিয়ে নির্মাণ করছেন, এবং ফেরদৌস আরা কিন্ডারগার্টেন স্কুলের জানালার পাশে দেয়াল তোলায় শিক্ষার্থীরা আলো-বাতাস থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। পরে তথ্য অধিকার আইনে নকশার কপি ও বিস্তারিত তথ্য চাইলেও তা প্রদান করা হয়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রায়গঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনার মাধ্যমে জানলাম। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী প্রশাসনের কাছে অবৈধ দখল ও নির্মাণ বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



