সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশপলাশে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৪

পলাশে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৪

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

সম্পর্কিত সংবাদ

পলাশে চলমান ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতাসহ এপর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আ.লীগ ও ছাত্রলীগ নেতাসহ একজন ওয়ারেন্টভূক্ত আসামী ও একজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট চলছে।

এরই ধারাবাহিকতায় পলাশ উপজেলায় যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের একটি চৌকস টিমকে নিয়ে এই অভিযান চলছে।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, অবৈধ কর্মকা-ে যেই জড়িত থাকনা কেন, কেউ ছাড় পাবে না। সামাজিক নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহ হতে রক্ষা করতে পুলিশ সর্বদা সক্রিয়।

সম্প্রতি

আরও খবর