বাগেরহাটের কচুয়ায় বড়ভাইয়ের শশুর বাড়ীতে এসে মাছ ধরতে গিয়ে ঘেরের মধ্যে পড়ে সোহেল শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল শেখ পাশর্বর্ত্তি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাগসী গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, কচুয়া উপজেলা সদরের আব্দুর রব শেখের মাছের ঘেরে বুধবার রাতে পানি সেচে মাছ ধরতে যায় সোহেল শেখ। মেশিন দিয়ে পানি সেচ করতে গিয়ে সোহেল সটকে ঘেরের পানিতে পড়ে যায়। পানিতে ডুবে থাকতে দেখে দ্রুত সোহেল কে উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে মৃত্যু সঠিক কারন জানা যায়নি ।



