চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামের চাঁন হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৪৫) গতকাল শনিবার সকালে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন থেকে গাছ কাটা ও গাছের ডাল কাটাসহ বিভিন্ন কাজ করতেন। গতকাল শনিবার সকালে তিনি তাদের নিজ বাড়ির চৌধুরী মিয়ার কড়ই গাছের ডাল কাটতে উঠলে ডাল কাটা অবস্থায় সে গাছ থেকে পড়ে যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে যান।



