বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশমীরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু

মীরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার,(০৯ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার আবুতোরাব বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সামিনা সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে সামিনা অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্বামী মোশাররফ হোসেন বলেন, ‘চুলার আগুন থেকে ধোঁয়া বের হয়ে যায়, তাতেই দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়।’

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

সম্প্রতি

আরও খবর