মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশভালুকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

ভালুকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

সম্পর্কিত সংবাদ

গতকাল রোববার রাত অনুমান ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা হাজির বাজার নামক স্থানে বাস চাপায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার কলিজাকান্দা গ্রামের আব্দুল হাসিমের ছেলে মুজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। তারা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রোববার রাত ৮ টার দিকে মুজিবুর রহমান তার স্ত্রীকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ভালুকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের মোটর সাইকেলটি মহা সড়কের হাজির বাজার ন্বপ্ন বিলাস রিসোর্টের কাছে পৌছালে সরকার পরিবহনের একটি বাস মোটর সাইকেলটি চাপা দিলে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক বাস ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি

আরও খবর