চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। গত শনিবার রাতে এ অভিযান চালায় চাঁনশিকারী বিওপি’র সদস্যরা। গতকাল রোববার সকালে ৫৯ বিজিবি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের গড়ের মাঠে গতকাল রোববার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালান দমনসহ রাষ্ট্রের অনিষ্টকারীদের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।



