হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় ইসকন মন্দিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের রান্না ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী জানান, সকালে মন্দিরে রান্নার কাজ করছিলেন রাধুনিরা। এ সময় অসাবধান বশত কড়াইয়ে তেল ঢালতে গিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মূহুর্তেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এসময় রান্নাঘরের আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক্ষ ক্ষয়-ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই তাৎক্ষনিক মন্দিরের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রনে আনেন। যদিও বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মন্দির ও আশপাশের এলাকা।



