বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশমহেশপুর ভূমি অফিসের কর্মকর্তা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

মহেশপুর ভূমি অফিসের কর্মকর্তা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

সম্পর্কিত সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক ভূমি অফিসের নাজির নিহত হয়েছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক রেজা শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে এবং মহেশপুর ভূমি অফিসে নাজির পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান মোটরসাইকেলযোগে মহেশপুর থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার ওপর রাখা বালুর স্তুপে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রফিক রেজা মারা যান এবং গুরুতর আহত নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

সম্প্রতি

আরও খবর