রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশসিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ সাড়ে ৫শ জনের বিরুদ্ধে চার্জশিট

সিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ সাড়ে ৫শ জনের বিরুদ্ধে চার্জশিট

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে তিন ছাত্র-জনতা নিহতের মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলটির ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা ৩টি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো ম্যাজিস্ট্রেট সেটি রিসিভ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য চার্জশিট জজ আদালতে রয়েছে।

চার্জশিটে অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা আবু মুছা রয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, মামলা তিনটির তদন্ত শেষে গতকাল সোমবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

সম্প্রতি

আরও খবর