সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশমীরসরাইয়ে আগুনে পুড়লো প্লাস্টিকের গোডাউন

মীরসরাইয়ে আগুনে পুড়লো প্লাস্টিকের গোডাউন

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও অন্যান্য মালামাল। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার,(১১ নভেম্বর ২০২৫) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএসআরএম ফ্যাক্টরি থেকে টেন্ডারের মাধ্যমে সংগৃহীত বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ গোডাউনে পরিষ্কার করে পুনরায় বিক্রির জন্য রাখা হয়েছিল। দুপুরের দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো গোডাউন দাউদাউ করে জ্বলে ওঠে। সৌভাগ্যবশত, কাজ বন্ধ থাকায় ভিতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘মুঠোফোনে বেলা ১১টার দিকে খবর পাই গোডাউনে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে। তালা ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভানো হয়।

সম্প্রতি

আরও খবর