পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে সজনাই গ্রামের সাধু সরদার ও তার ৩ ছেলে আল-আমিন সরদার, আরিফ সরদার, সালাম সরদারের বসত ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে।
এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবার পত্র, টিভি ফ্রিজসহ সবকিছু পুড়ে ভস্মিভূত হয়।
ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কাঁদতে কাঁদতে জানান, আমাদের মোট আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আর মাথা গোজার কোন ঠাঁই নাই। তিনি আরো বলেন, আমাদের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।
এদিকে অগ্নিকান্ডের খবর শুনে সেখানে ছুটে যান চাটমোহর উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এবং তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের খোঁজ খবর নেন একইসাথে সমবেদনা জানান।



