খাবার খেয়ে হাত ধোয়া হলো না নয়নের, বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। তার নাম নয়ন মিয়া (২৫)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর বাদেড়া গ্রামের মৃত হেকমত আলীর পুত্র। গতকাল বুধবার ভোরে এসএইচবি ইটভাটায় কাজ করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুর সংবাদে সজ্ঞাহীন অবস্থায় রয়েছেন স্ত্রী আল্পনা আক্তার। প্রতিবেশী যুবদল নেতা মোস্তফা কামাল জানান, তার দু’সন্তান। বড় ছেলে কাউসার আহমেদ ৫ম ও তাসফিয়া আক্তার বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে অধ্যয়নরত। ঘুমন্ত সন্তানদের আদর করে গেছেন। স্কুলে যেতে তাগিদও দিয়ে যান। বলে গেছে দুপুরেই চলে আসবে। তিনি আসলেন এখন নিজে ঘুমন্ত অবস্থায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র মজুমদার জানান, দুপুর ১টা ৩০মিনিটে নয়ন মিয়াকে হাসপাতালে নিয়ে আসে।



