সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম হায়দারকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাদাঘাট বাজারে এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বলেন, তাহিরপুর থানায় করা ২০২৪ সালের ডিসেম্বরে এক নাশকতার মামলার আসামি তিনি। এই মামলায় তাকে আটক করা হয়েছে। এদিকে যুবলীগ নেতা আটক সেলিম হায়দারের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। যোগাযোগ করলে তিনি জানান, জানামতে আমার স্বামীর বিরুদ্ধে কোন মামলা নেই, ওয়ারেন্টও নেই। পুলিশ কোন ধরনের অনুমতি ছাড়াই ঘরে ঢুকে আমার স্বামীকে আটক করে নিয়ে গেছে।



