মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি জায়গায় বালু ভরাট করে দখলের চেষ্টা করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।
অভিযানে সরকারি জায়গায় অবৈধভাবে বালু ভরাটের অপরাধে আব্দুর রাজ্জাক (৪৮) কে জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. লিয়ার হোসেন এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, অবৈধভাবে ভরাট করা বালু দ্রুত অপসারণ করে সরকারি জায়গা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি জায়গা দখল ও অনুপ্রবেশ রোধে মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



