দেশের বিভিন্ন নদী থেকে গত ৭ দিনে ৭টি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এছাড়াও বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ৩১৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) নৌ পুলিশের সদও দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ।
এসব অভিযানে গত ৭ দিনে লাশ উদ্ধার ও আটক ছাড়াও ৩ কোটি ১ লাখ ১৭ হাজার ৮৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৯৮৭ কেজি মাছ, ২৪০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৬১৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭২টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। বিভিন্ন আইনে মামলা দায়ের করা হয়েছে ৭টি।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।



