মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশতাহিরপুর সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক

তাহিরপুর সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে তিন বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়।

গত বুধবার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ধীরেন্দ্রনগর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশে করে ওইদিন বাংলাদেশি নাগরিক ভারতের লালগাঁও নামক এলাকায় পৌঁছালে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে।

আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন- ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহিদুল ইসলাম জুনায়েদ।

পরদিন (গতকাল বৃহস্পতিবার) দুপুরে তাহিরপুর সীমান্তে শাদিদাবাদ-নলিকাটা বর্ডার হাট এলাকায় পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এবং ওইদিন বিকেলে আটক তিনজনকে তাহিরপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এর সত্যতা নিশ্চিত করেন, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন।

সম্প্রতি

আরও খবর