সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশকোটচাঁদপুরে বেড়েই চলেছে নিষিদ্ধ পলেথিনের ব্যবহার

কোটচাঁদপুরে বেড়েই চলেছে নিষিদ্ধ পলেথিনের ব্যবহার

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

সম্পর্কিত সংবাদ

প্রশাসনের উদাসীনতায় কোটচাঁদপুরে নিষিদ্ধ পলেথিনের ব্যবহার বেড়েই চলেছে। ব্যবসায়ীরা বেপরোয়াভাবে নিষিদ্ধ পলেথিন আমদানি ও বিক্রয় করলেও দেখার কেউ নেই।

স্থানীয় হাটবাজার এবং দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে বড় বড় মুদি দোকানে বিভিন্ন সাইজের নিষিদ্ধ প্যাকেট পলেথিন পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে। এসব পলেথিনের ক্রেতা চিড়া, মুড়ি, গুড় ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী, খুচরা মুদি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী। ভোক্তারা দোকান থেকে কোন কিছু ক্রয় করলে সেসব দ্রব্য পলেথিনের ব্যাগে ভোরে দেওয়া হচ্ছে এবং পন্যসামগ্রী ব্যবহারের পর পলেথিনের ব্যাগ যত্রতত্র ফেলে দিচ্ছে তারা। এর ফলে বর্জ পলেথিন মাটিতে পড়ে একদিকে যেমন মাটির উর্বর শক্তি নষ্ট হচ্ছে অপর দিকে ড্রেন, নদী নালা, খাল, বিলে যেয়ে ভরাট হয়ে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হচ্ছে। ম্নমানের পলেথিনে খাদ্য মোড়ক করায় তাতে মারাত্বক স্বাস্থ্য ঝুকিও রয়েছে বলে জানা গেছে। ক্ষতিকর পলেথিন ব্যবহারে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা মানছে না কেউ।

উপজেলা প্রশাসন থেকে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালালেও কাজের কাজ কিছুই হয় না। বরং ব্যবসায়ীরা আরও বে পরোয়া হয়ে উঠেছেন। এ ব্যাপারে নাম প্রকাশ না করার সর্তে স্থানীয় এক জন পলেথিন ব্যাগ ব্যবসায়ী জানান ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এক ব্যক্তি এসে কোটচাঁদপুরের বিভিন্ন দোকানে পলেথিন ব্যাগ সরবারাহ করে থাকে। আমরা তার নিকট থেকে ক্রয় করে খুচরা ও পাইকারী বিক্রয় করে থাকি। সৌখিন খরিদ্দাররা পলেথিনের ব্যাগে মাল নিতে নিতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এখন কাগজের ঠোঙায় মাল দিলে নিতে চায় না। তাই বাধ্য হয়ে পলেথিন দোকানে রাখতে হয়। যখন প্রশাসন থেকে অভিযান চলে তখন পলেথিন ব্যাগ লুকিয়ে রাখি। কথা হয় দু’জন সাধারন ক্রেতার সাথে। তারা জানান সরকার পলেথিন ব্যাগ তৈরীর কারখানা বন্ধ করে দিলেতো বাজারে আসাও বন্ধ হতো। আর দোকানদাররাও আমাদের পলেথিনের ব্যাগে পন্যদ্রব্য দিতে পারতো না। তবে পলেথিন ব্যাগ বাজার থেকে একেবারে উঠাতে হলে এর বিকল্প ব্যাগ আগে বাজারে ছাড়তে হবে। তা নাহলে নিষিদ্ধ পলেথিন বাজার থেকে সমুলে উঠানো যাবে না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিছুল হকের সাথে মোবাইলে কথা বলার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি রিছিব করেননি।

সম্প্রতি

আরও খবর