সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশঅপচিকিৎসায় নবজাতকের মৃত্যু প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু প্রসূতির অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধি, কমলনগর(লক্ষ্মীপুর)

সম্পর্কিত সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু ও প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চর লরেন্স ইউনিয়ন কমিনিউটি ক্লিনিকে দায়িত্বরত এফডাব্লিউএ বিলকিস বেগম ক্লিনিকের বাহিরে নিজ বাসাকে হাসপাতাল রুপে সাজিয়ে চলছে ডিএনসিসহ যতো অবৈধ কার্যক্রম। জানা যায়, গত ১২ নভেম্বর সকালে চর কাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের প্রসূতি মেয়ে সুলতানা চর লরেন্স ইউনিয়নে কমিনিউটি ক্লিনিকে কর্মরত এফডাব্লিউএ বিলকিস বেগমের কাছে চেকআপ করাতে গেলে তাদেরকে বিলকিসের বাসায় যেতে বলেন। বাসায় গেলে আগের দিন করা আল্ট্রাসনোগ্রাফি রির্পোট দেখে সব কিছু ঠিক আছে বলেন। পরবর্তিতে তখনিই বাচ্ছা প্রসব করাতে উৎসাহ দেন। সুলতানার মা বার বার সর্তক করলেও কিলকিস নিজ উদ্যোগে ব্যর্থ চেষ্টা চালান। তখনি জরায়ুর মুখ না খোলায় অতিরিক্ত মেডিসিন ব্যবহার করে জরায়ুর মুখ খোলার চেষ্টা করেন। ঘন্টা খানেক পরে প্রসূতিকে একটি ইনজেকশন পুস করলে তাৎক্ষনিক চিৎকার শুরু করে এবং বমি করে অজ্ঞান হয়ে পড়ে। দিনভর চেষ্টার পর ঐদিন সন্ধ্যায় রোগীর আবস্থা আশস্কাজনক দেখে তড়িগড়ি করে তার বাড়ি রুপী ক্লিনিক থেকে রেব করে দেন। এর পর প্রসূতিকে নিয়ে লক্ষ্মীপুর নোভা হসপিটালে ভর্তি করালে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক গর্বের বাচ্ছাটি মৃত ঘোষনা করেন। এবং প্রসূতির অবস্থা আশস্কাজনক হওয়ায় দীর্ঘ চিকিৎসার পরার্মশ দেন।

প্রসূতির মা কহিনুর বলেন, আমাদের ইচ্ছার বাহিরে বিলকিস ডাক্তার কি একটা ইনজেকশন দিয়েছে। সাথে সাথে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়লে আমাদেরকে তার বাড়ি থেকে দ্রুত বের করে দিলে আমরা লক্ষ্মীপুর গেলে ডাক্তার গর্বের বাচ্ছা মৃত বলে জানান এবং আমার মেয়ের অবস্থা এখনো আশস্কাজনক।

নিজ বাসায় মনগড়া ক্লিনিক স্থাপনের বিষয় জানতে চাইলে অভিযুক্ত বিলকিস বেগম জানান, আমার সার্টিফিকেট আছে। তারা নিজ ইচ্ছায় আমার বাসায় আসছে এবং ভর্তি দিয়েছে। ভর্তির করানো কোন অনুমোধ আছে কিনা জানতে চাইলে কোন সদউত্তর দিতে পারেনি এবং তার চিকিৎসায় কোন ভুল ছিলো না বলে দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ বলেন, এসব বিষয় আমার জানার বাহিরে। আমি ছুটি থেকে এসে এবিষয়ে ব্যবস্থা নিবো।

সম্প্রতি

আরও খবর