মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশবাগেরহাট কারাগারে বন্দি ভারতীয় জেলের মৃত্যু

বাগেরহাট কারাগারে বন্দি ভারতীয় জেলের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

বাগেরহাট জেলা কারাগারে বন্দি থাকা বাবুল দাশ (২৫) নামের একজন ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিনগত গভীর রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ তাকে দ্রুত বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ভারতীয় জেলে বাবুল দাশ ভারতের দক্ষিন চব্বিশ পরগনা জেলার হারু পয়েন্ট কোষ্টাল থানার ৮নং কালিনগর এলাকার নির্মল দাশের ছেলে। সে গত ১৫ জুলাই গভীর সমুদ্রে বাংলাদেশ জলসীমায় মাছ শিকারকালে নৌবাহিনীর মাধ্যমে আটক হয়ে বাগেরহাট কারাগারে আসে।

বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, ৪ দফায় মোট ৪৮ জন ভারতীয় জেলে আটক হয়ে জেলাগারে রয়েছে। এদের কে কারাগারের একটি কক্ষে রাখা হয়েছে।

শুক্রবার রাতের খাবার খেয়ে সকলেই কক্ষে যায়। রাত ১২ টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। বিষয়টি কারা অধিদপ্তরের মাধ্যমে ভারতীয় দুতাবাসে জানানো হয়েছে।

সম্প্রতি

আরও খবর