মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশবিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ

বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

সম্পর্কিত সংবাদ

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার,(১৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় নওহাটা মোড় এলাকায় এ কর্মসূচি শুরু হলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নিয়ে নেতাকর্মীরা অভিযোগ করেন, আসনের তৃণমূলের মতামত উপেক্ষা করে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফজলে হুদা বাবুলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানান।

প্রতিবাদে অংশ নিতে অনেক নেতাকর্মী প্রতীকী সাজে কাফনের কাপড় পরিধান করেন। তারা বলেন, ‘এই আসনে দলের প্রকৃত জনস্বীকৃত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন না দিলে কর্মীরা আন্দোলন আরও কঠোর করবে।’

ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি

আরও খবর