চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
অন্যদিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে।



