শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশকলারোয়ায় ইউএনও’র বিদায় সংবর্ধনা

কলারোয়ায় ইউএনও’র বিদায় সংবর্ধনা

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

সম্পর্কিত সংবাদ

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রোববার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। কলারোয়ার গণমাধ্যমকর্মী, ক্রীড়ানুরাগী ও নাগরিক সমাজের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সফলতা কামনা করে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাখুর রহমান শেলী, কলারোয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাইফুল্লাহ আজাদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ রায়, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালসহ বিভিন্ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রতি

আরও খবর