শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশসাদুল্লাপুরে বিনামূল্যে হুইলচেয়ার ও ছাগল বিতরণ

সাদুল্লাপুরে বিনামূল্যে হুইলচেয়ার ও ছাগল বিতরণ

প্রতিনিধি, সাদুল্লাপুর (গাইবান্ধা)

সম্পর্কিত সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও সক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রামে হুইলচেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার, (১৭ নভেম্বর ২০২৫) উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও উদ্যোগ ফাউন্ডেশনের বাস্তবায়নে হুইলচেয়ার ও ছাগল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু। এসময় বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাউদ্দিন, উদ্যোগ ফাউন্ডেশনের প্রকল্প বাস্তবায়ন এরিয়া ম্যানেজার মকবুল হোসেন, সমন্বয়কারী সরোয়ার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী রোকনুজ্জামান মন্ডল, ইউপি সচিব সজিবুর রহমান সজিব প্রমুখ।

বক্তরা বলেন, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ এবং সামাজিক মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যোগ ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও উন্নত জাতের ছাগল প্রদান করা হয়। এসময় খুব খুশি এ সুবিধাভোগীরা।

সম্প্রতি

আরও খবর