মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশসরকারি কলেজের প্রভাষকদের নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি

সরকারি কলেজের প্রভাষকদের নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জে

সম্পর্কিত সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে নবাবগঞ্জ সরকারি কলেজের শহিদ মিনার পাদদেশে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার, (১৮ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু রায়হান, ইউসুফ আলী ও লুৎফন নাহার লীনাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য রয়েছে। এর মধ্যে ৩২ থেকে ৩৭ পর্যন্ত অনেক প্রভাষক সরকারি চাকরি বিধিরসব শর্তপূরণ করেও এখনও কোন পদোন্নতি পাননি। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম, সহকারি অধ্যাপক কামরুল হাসান। শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য রয়েছে। এর মধ্যে ৩২ থেকে ৩৭ পর্যন্ত অনেক প্রভাষক সরকারি চাকরি বিধিরসব শর্তপূরণ করেও এখনও কোন পদোন্নতি পাননি।

সম্প্রতি

আরও খবর