মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশরায়পুরে বিজ্ঞান মেলা ও প্রকল্প প্রদর্শনী উদ্বোধন

রায়পুরে বিজ্ঞান মেলা ও প্রকল্প প্রদর্শনী উদ্বোধন

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)

সম্পর্কিত সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মেলায় এবার ২২টি স্টল অংশ নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্ভাবক, গবেষণা সংস্থা এবং নতুন প্রজন্মের তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তিগত কাজ তুলে ধরেন দর্শনার্থীদের সামনে।

অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার অজয় কান্তি মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম ও পানি সম্পদ কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।

সম্প্রতি

আরও খবর