মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশে প্রথমবার হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ নভেম্বর ২০২৫ সকালে স্থানীয় আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনসহ প্রাথমিক পর্যায়ের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৪৬২ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় পরীক্ষার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ এবং এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেলকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মঈনুল হক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি)মুজিবুল ইসলাম, ওসি মো. শহিদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, আইবি সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক আবু তাহেরসহ অনেকে।



