রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

সম্পর্কিত সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে এক নারী শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ জুলহাস উদ্দিন তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত মাদ্রাসার অধ্যক্ষ চট্টগ্রামের খুলশী উপজেলার লালখান বাজার গ্রামের মৃত নুর নবীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই নারী শিক্ষার্থী ও তার ছোট ভাই গত বৃহস্পতিবার সকালে ওই মাদ্রাসায় পড়তে যায়। অধ্যক্ষ জুলহাস উদ্দিন সকাল সাড়ে ৯টার দিকে টিফিনের ছুটি দেন। এ সময় ছেলে শিক্ষার্থীরা বাসায় টিফিনের জন্য গেলে অধ্যক্ষ মাদ্রাসার পেছনের বাসায় ওই নারী। শিক্ষার্থীকে নিয়ে ধর্ষণ করেন।

খবর পেয়ে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। পরে অধ্যক্ষ জুলহাস উদ্দিনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা অধ্যক্ষকে পুলিশের হাতে তুলে দেন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। নারী শিক্ষার্থীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর