সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশআদমদীঘিতে চাল কলে লাখ টাকার মালামাল চুরি

আদমদীঘিতে চাল কলে লাখ টাকার মালামাল চুরি

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

সম্পর্কিত সংবাদ

বগুড়ার আদমদীঘিতে এক রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙ্গে ঢুকে ঘরে রাখা ধান ও বিপুল পরিমান বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগিরা জানান। জানাযায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ার‌্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল রয়েছে। চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ২০ মন ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে। একই রাকে চোরচোক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের বিপুল পরিমান বৈদ্যুতিক সংযোগ তার মেইন লাইনের খুটি থেকে কেটে চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বৈদ্যুতিক তারের আনুমানিক দাম ৪৫ হাজার টাকা বলে তারা দাবী করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ ঘটনার অভিযোগ পেয়েছেন বলে জানান।

সম্প্রতি

আরও খবর