মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। এ তথ্য জানিয়েছেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম।
নিহত শারপিন মোল্লা (৬০) ফোর্ডনগর মোল্লাপাড়ার বাসিন্দা। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানিয়েছেন, শারপিন মোল্লা বাড়ির পাশে প্রাইমারি স্কুলসংলগ্ন চায়ের দোকান থেকে ফিরছিলেন। তখন হঠাৎ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
ঘটনার পর শারপিন মোল্লাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে।



