এপাড়ে মরিচখালী বাজার, ওপারে উরদিঘী গ্রাম। মাঝখানে প্রবাহিত নরসুন্দা নদী।এই নরসুন্দা কূল ঘেঁষে মরিচখালী কুড়ের পাড় অংশ দখলে মেতে উঠেছেন একটি মহল। নদী দখল করে ভরাট করা হচ্ছে মাটি।সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে।গুণধর ইউনিয়নের মরিচখালী কুড়ের পাড় এলাকায় নদীর গা ঘেঁষে মাটি দিয়ে উঁচু বাধ তৈরি করা হয়েছে।এর মধ্যে মাটি ট্রাকে করে মাটি দিয়ে ভরাট করার প্রস্তুতি চলছে।সচেতন নাগরিকদের অভিযোগ রয়েছে, মরিচখালী কুড়ের পাড় এলাকায় জাতীয় পার্টি নেতা নূর খা নদী দখল করে মাটি ভরাট করার চেষ্টা করছেন। গতকাল রোববার এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, মরিচখালী কুড়ের পাড় এলাকায় নদী দখল করে কে বা কারা মাটি ভরাটের চেষ্টা করছে, বিষয়টি আমি অবগত হয়েছি। সরেজমিনে গিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



