জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ সিস্টেম চালুর লক্ষ্যে নেট মিটারিং (এন ই এম) এপ্লিকেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠান আজ রবিবার ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) মো. তোফাজ্জল হোসেন।বিশেষ অতিথি জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার মো. জামাত আলী প্রমুখ। এ সভায় উপজেলার ৮৬ টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



