নওগাঁর আত্রাইয়ে আগুনে পার্টসের, ভাঙ্গারী ও কাঁচামালের তিন দোকান ভস্মিভূত হয়েছে। এতে তিন দোকান মিলে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বুধবার রাত অনুমান পৌনে ৯টায় আত্রাই রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।



