কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া বিষ প্রয়োগ করে প্রায় দুইশত বক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্থ মৌচাষি ওসমান আলী। জানাগেছে, সোনাবাড়ীয়ার দফার আম বাগানে এবছর ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেন উদ্যোক্তা ওসমান আলি। গতকাল বুধবার গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের মধু উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানান তিনি। মৌচাষি ওসমান আলী বলেন, মৌমাছির এই বক্সগুলোতেই আমার জীবিকার পথ ছিলো। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব নষ্ট করে দেওয়ায় আমি পথে বসে গেলাম। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।



