শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশবেগমগঞ্জে লাইসেন্সবিহিন যানবাহনের বিরুদ্ধে অভিযান, অর্থদন্ড

বেগমগঞ্জে লাইসেন্সবিহিন যানবাহনের বিরুদ্ধে অভিযান, অর্থদন্ড

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

সম্পর্কিত সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিভিন্ন গাড়ির ও চালকের লাইসেন্স না থাকায় সাতটি যানবাহনকে ছয় হাজার টাকা অর্থদন্ড করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার নোয়াখালী-ফেনী সড়কের চৌমুহনী পৌর এলাকায় প্রধান সড়কে লাইসেন্সবিহীন চালক ও যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযান সূত্রে জানা গেছে, সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে ও জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভাস্থ পুর্ববাজার প্রধান সড়কে উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন গাড়ির এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৯২ (১) ধারায় সাতটি মামলায় মোট ছয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর