বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশমানিকগঞ্জের নবাগত ডিসির মতবিনিময়

মানিকগঞ্জের নবাগত ডিসির মতবিনিময়

প্রতিনিধি, মানিকগঞ্জ

সম্পর্কিত সংবাদ

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সম্ভাবনাময় সাটুরিয়া শীর্ষক বিষয়ে মতবিনিময় সভা করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, জামায়াতে ইসলামীর সাটুরিয়া উপজেলার আমীর আবু সাইদ বিএসসি, জুলাই ২৪ এ শহীদ সাদের পিতা ড. শফিকুল ইসলাম, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুন উর রশিদ, সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান প্রমুখ।

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তারা সম্ভাবনাময় সাটুরিয়া শীর্ষক বিষয়ে আলোচনায় সাটুরিয়ার ঐতিহ্য ও কৃষ্টি কালচার,নদী ভাঙ্গন প্রতিরোধ, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ, বালিয়াটি জমিদার বাড়িসহ বিভিন্ন পর্যটন স্পট, সার সংকট নিয়ে আলোচনা করেন।

সম্প্রতি

আরও খবর