হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উত্তর হুসেনপুর মৌজার দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযানে সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর হুসেনপুর মৌজার ১নং খতিয়ানভুক্ত খাস খতিয়ান (দাগ নং-৬৯৭) এর ১.১৪ একর জমির ওপর কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি গোপাট, দোকানঘর, দালান ও বাঁশের বেড়াসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে দখল করে রাখছিলেন। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা সরকারি জমি নিজের মালিকানার মতো ব্যবহার করে আসছিলেন। অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ এর আওতায় দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করে। পরবর্তীতে উদ্ধারকৃত জমি ইনাতগঞ্জ ভূমি সহকারীর কাছে হস্তান্তর করা হয় এবং সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, সরকারি খাস জমি দখল করে দোকান ও দালান নির্মাণ করা হয়েছিল। আমরা আইনগতভাবে অভিযান চালিয়ে জমি উদ্ধার করেছি। ব্যবসায়ীরাও স্বেচ্ছায় স্থান ত্যাগ করেছেন।



