মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশডিমলায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

ডিমলায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, ডিমলা ( নীলফামারী)

সম্পর্কিত সংবাদ

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় স্বদেশ রায় (২৩) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৭ টার দিকে ডিমলা সদরের ভাটিয়াপাড়া নামক স্থানে ডাঙ্গারহাট–ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দিয়ে ডিমলা সদরে আসার সময় রংপুর গামী পণ্য বোঝাই একটি দ্রুতগতির ট্রাক কলেজ ছাত্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। নিহত স্বদেশ রায় নিস সুন্দর খাতা গ্রামের তারাপদ রায়ের পুত্র। সে ডিমলার সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল। সে চলতি বছরে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শিক্ষা প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া।

খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি

আরও খবর