নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহিম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু ঘটে।
গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম পার্শ¦বর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারির মালিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক আব্দুর রহিমকে টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের মিন্টু ও তার লোকজন। এতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তি মিন্টু নামের এক ব্যক্তির কাছে টাকা পাওনা ছিলেন। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে তাকে মারধর করে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার থানায় মামলা হয়েছে।



